বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ছবি: সংগৃহীত
সোনার দেশ ডেস্ক :
ভারতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে সেলফি বুথ তৈরির নির্দেশনা দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওই বুথে দাঁড়িয়ে মোদির সেসব ছবির সামনে সেলফি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতেও বলা হয়েছে নির্দেশনায়।
শুক্রবার (১ নভেম্বর) মঞ্জুরি কমিশন দেশের উপাচার্য-অধ্যক্ষদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এমন নির্দেশনা দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে।
সমালোচকদের দাবি, নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোকে বিজেপি’র প্রচারের অনানুষ্ঠানিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে ক্ষমতাসীন মোদি সরকার। আর এ জন্যই মোদির ছবিসহ সেলফি বুথ তৈরির নির্দেশনা দেয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভিন্ন কথা বলছে। কমিশনের যুক্তি: বিভিন্ন ক্ষেত্রে ভারতের নানান অর্জন রয়েছে। সেলফি বুথে সেসবের আলোকচিত্রের প্রদর্শন এবং সেখানে সেলফি তোলা ভারতীয়দের সম্মিলিত গর্ববোধকে উৎসাহিত করবে। সে সঙ্গে ভারতের অর্জন সম্পর্কে জানতে তরুণ মনে আগ্রহ সৃষ্টি করতে ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণদের মনন গঠন করতে হবে। আর তাদের শক্তি ও উদ্দীপনা কাজে লাগানোর একটি অনন্য সুযোগ আমাদের হাতে রয়েছে।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ, জাগোনিউজ