ভারতের ব্যাঙ্কে আছে কত টন সোনা?

আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সাধারণ মানুষ অনেক সময় ঘরে সোনা না রেখে, ব্যাঙ্কের লকারে সোনা রাখেন। শুধু কী তাই! ব্যাঙ্কও গচ্ছিত রাখে সোনা। একেবারে সর্বশেষ উপায় হিসেবে ব্যাঙ্কে জমা রাখা হয় বিপুল পরিমাণে সোনা। ভারতে সেই সোনার পরিমাণ কত টন জানেন?
ভারতের পরিমাণ জানার আগে, একনজরে দেখে নেওয়া যাক, বিশ্বের কোন দেশের ব্যাঙ্কে কত সোনা রয়েছে।

হিসেব বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম সোনার মজুদ রয়েছে, প্রায় ৮,১৩৩ মেট্রিক টন। জার্মানিতে রয়েছে ৩৩৫১.৫৩ মেট্রিক টন সোনা। ২৪৫১.৮৪ মেট্রিক টন সোনা মজুদ রয়েছে ইতালির ব্যাঙ্কে। ফ্রান্সের ব্যাঙ্ক গচ্ছিত রেখেছে ২৪৩৬.৯৭ মেট্রিক টন সোনা। ২২৬৪.৩২ মেট্রিকটন সোনা রয়েছে চিনের ব্যাঙ্কের। ভারতের ব্যাঙ্কের রয়েছে ৮৪০.৭৬ মেট্রিক টন সোনা।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দেওয়া তথ্য থেকেই বিভিন্ন দেশের ব্যাঙ্কে মজুদ সোনার পরিমাণের বিষয়ে জানা গিয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে এই তালিকা আপডেট করা হয়েছিল। যদিও এই তালিকা কয়েক মাস পরে পরেই আপডেট হতে থাকে। যার ফলে তালিকা আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় তালিকা।

যদি ভারতের কথা ধরা হয়, তাহলে দেশের সমাজ এবং সংস্কৃতির জন্য সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিষয়টি মাথায় রেখেই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া দেশের সোনা রিজার্ভের বিষয়টি দেখভাল করে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে, আরবিআই এবার ৩৭ মেট্রিকটন বেশি সোনা কিনেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

Exit mobile version