‘ভারতের মাটিতে বাংলাদেশ জিতবে না’

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ। এবার তারা ভারতকে হারানোর মিশন নিয়ে তৈরি হচ্ছে। আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে লিটন-নাজমুল-মিরাজরা।

দুদিন আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ভারতের মাটিতে বাংলাদেশের জয়ের কোনো সুযোগ দেখছেন না তিনি। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) একই কথা জানিয়েছেন দিনেশ কার্তিক। তিনিও মনে করছেন ভারতের মাটিতে বাংলাদেশ জিতবে না।

‘আমি ব্যক্তিগতভাবে তেমনটা মনে করি না। আমার মতে ভারতের মাটিতে ভারতকে হারানোটা বিরাট কাজ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। তবে আমার মনে হয় বাংলাদেশকে হারাতে ভারতের খুব বেশি কষ্ট করতে হবে না।’

কার্তিক তরুণ পেসার হরশিৎ রানাকে সুযোগ দেওয়ার পক্ষে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষের আসন্ন সিরিজকে সামনে রেখে ভারত কিছুটা পেসবান্ধব উইকেট বানাবে বলেই মনে করছেন।

‘হরশিৎ রানা ভালো বল করেছে। ভালো ট্যালেন্ট। বিশেষ কিছু আছে। ভারত দলে ইতোমধ্যে চারজন মিডিয়াম পেসার রয়েছে। তারাও ভালো মানের। সব মিলিয়ে দলটা ভালো। আমি মনে করছি ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলবে।

আর সেটা করার মাধ্যমে সহজেই বাংলাদেশকে হারানো যাবে। পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের জন্যও প্রস্তুতি নেওয়া হবে। আমি মনে করি ভারত কেবল দুজন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাজেদাকে নিয়ে খেলবে। পেস বোলার থাকবে তিনজন।’

দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (১৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি।

ভারত বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর অবস্থানে রয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে রোহিত-কোহলি-বুমরাহ-অশ্বিন-জাদেজাদের নিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

বাংলাদেশও ইতোমধ্যে দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক।
তথ্যসূত্র: রাইজিংবিডি