শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৯ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ ।
জযপুরহাট প্রতিনিধি:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে জয়পুরহাটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জয়পুরহাট শাখার আয়োজনে বন্ধু প্রতিম দেশ ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জির স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুল আলম দুদু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সহসভাপতি মোমেন আহমেদ চৌধুরী জিপি, সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল কুমার সাহা, যুগ্ম সম্পাদক বাবু নন্দলাল পার্শি ও মিজানুর রহমান টিটো প্রমুখ।