রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টা জবাব দেয়ার ঘটনা ঘটছে অহরহ। ভারত কি তাহলে আরো একবার সেটাই করলো? এ বছরের ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলির এক ভক্তকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছিল। দশ বছরের জেলও হয়েছিল ওই যুবকের।
এবার পাকিস্তানের জার্সি পরে বড় অন্যায়ই করে ফেলেছেন এক আফ্রিদি ভক্ত! নইলে কি আর ভারতের গ্রেফতার হন ওই ভক্ত। আফ্রিদির ওই ভক্তের নাম রিপন চৌধুরী, বাড়ি আসামে।
স্থানীয় একটি ম্যাচে পাকিস্তানের জার্সি পরে খেলতে নেমেছিলেন রিপন। এই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই অভিযোগের ভিত্তিতে রিপনকে গ্রেফতার করে পুলিশ।
রিপোর্টে বলা হয়, ভারতীয় দ-বিধির ১২০ (বি) এবং ২৯৪ ধারায় রিপনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।