মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। যা শনিবারের থেকে প্রায় আড়াই হাজার বেশি। অন্যদিকে, সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৬৫ হাজার ৪০৪ জনের।
পজিটিভিটি রেট ১৬.২৮ শতাংশ। এদিকে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৭৪৩। অর্থাৎ, একদিনে প্রায় ১৭০০-র বেশি বাড়ল ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭। যা মোট আক্রান্তের ৪.১৮ শতাংশ। সুস্থতার হার কমে ৯৪.৫১ শতাংশ।
এদিকে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩১৪ জন। সবচেয়ে বেশি সংক্রমিত পাঁচ রাজ্যের নিরিখে প্রথমে মহারাষ্ট্র। তারপর রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গ। এদিকে লাগাতার এই সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে উইকএন্ড লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১-এর শেষ থেকেই গোটা দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও সেই গ্রাফ নম্নমুখী হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
তথ্যসূত্র: আজকাল