ভারতে কোভিড সংক্রমণ বাড়ছে, বাংলাদেশে সতর্ক হওয়ার সময়

আপডেট: মে ২৭, ২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ

ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। দেশটিতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ফের হাজার পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গসহ দেশের কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। স্বাভাবিকভাবে আবারও আতঙ্ক বাড়ছে কোভিড নিয়ে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরর ওয়েবসাইটের তথ্য-উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে, সোমবার (২৬ মে) পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন। রোববার একদিনেই দেশজুড়ে ২৫৭ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কোভিড ঘিরে আতঙ্ক আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমবঙ্গেও। স্বাস্থ্যদপ্তর সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় আরো বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট কোভিড রোগীর সংখ্যা ১১ জন। আক্রান্তরা সকলেই সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তারা। শ্বাসকষ্ট-সহ অন্যান্য উপসর্গের প্রতি নজর রাখা হচ্ছে, যাতে বোঝা যায় করোনা ভাইরাস আদতে তাঁদের শরীরে কতটা প্রভাব ফেলেছে।
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মত, পুরনো কোভিড বিধি ফিরতে চলেছে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগতে থাকা মানুষজনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা আমাদের জীবনে অন্যান্য রোগের মতোই স্বাভাবিক হয়ে গেল। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত হতে বারণ করছেন চিকিৎসকরা। তবে জ্বর, ঠা-া লাগা, ব্যথার মতো উপসর্গের থেকে আমজনতাকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোভড-১৯ এর বিশ^ জুড়ে বাড়বাড়ন্ত সময়কালেই বিশেষজ্ঞরা বলছিলেন করোনা মানবদেহে করোনা স্বাভাবিক বলে বিবেচ্য হবে। ভারতসহ কয়েকটি দেশে কোভিডের নতুন করে প্রাদুর্ভব সেই সত্যেরই ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ ভারতের প্রতিবেশি রাষ্ট্র। বিশাল এলাকাজুড়ে বাংলাদেশ ও ভারতের সীমান্ত। অবৈধ ও অবৈধভাবে দুই দেশের মানুষের যাতায়াত হয়। স্থলবন্দর দিয়ে প্রতিনিয়ত উভয় দেশের পণ্য আমদানি-রপ্তানি হয়। যদি এই মুহূর্তে উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় লোক যাতায়াত ও আমদানি-রপ্তানিতে প্রভাব পড়েছে। কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় নি। তদুপরি কোভিট নিয়ে বাংলাদেশের সতর্ক থাকার প্রয়োজন আছে। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড সংক্রমণের কোনো তথ্য নাই। তবুও কোভিড নিয়ে সতর্কাবস্থা জারির বিষয়টি বিবেচনা করা যায়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ