‘ভারতে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে’

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছিল ২০০০ সালে। আর দলটি ভারতে খেলতে গেছে ২০১৭ সালে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটে টাইগারদের। যে কারণে হায়দরাবাদ টেস্টকে তো ঐতিহাসিক টেস্টই বলা হলো।
সেই ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ দল হেরে গেছে ২০৮ রানে। তবে বিশ্বের এক নম্বর দল ভারতের সঙ্গে লড়াইটা ভালোই করেছেন টাইগাররা। টিম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি পাঁচ দিনে গড়ানো চাট্টখানি কথা নয়। শেষ ইনিংসের কাছাকাছি গিয়ে পরাস্ত হয়েছে বাংলাদেশ।
হায়দরাবাদ টেস্টে হারলেও ভারতের খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে জানালেন মেহেদী হাসান মিরাজ। আজ মঙ্গলবার দেশে ফেরার পর সাংবাদিকদের মিরাজ বলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের জন্য খুব ভালো একটা সফর ছিল। এর আগে আমরা কখনও ভারতের মাটিতে টেস্ট খেলতে যাইনি। আমার জন্য ভালো অভিজ্ঞতাও হয়েছে ওদের বিপক্ষে খেলে। ওরা বিশ্বের এক নম্বর দল, ওদের বিপক্ষে খেলতে পেরে খুব ভালো লাগছে। আমি অনেক কিছু শিখেছি, এটা ভবিষ্যতে আমার জন্য কাজে দেবে।’
দলের পারফরম্যান্সে খুশি মিরাজ। তবে ম্যাচটিতে রেজাল্ট করতে পারলে আরো বেশি ভালো লাগতো। মিরাজের ভাষায়, ‘আসলে সবচেয়ে ভালো লাগতো টিমটা যদি রেজাল্ট করতো। দিন শেষে দল রেজাল্ট করলে ভালো লাগে। আমার কাছে মনে হয়, সবাই ভালো ক্রিকেট খেলেছে।’