ভারতে দলিত তরুণীকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে ‘শাস্তি’!

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


ভারতের উত্তরপ্রদেশে ১৮ বছরের দলিত তরুণী যৌন হেনস্তার প্রতিবাদ করে চরম শাস্তি পেলেন! তােিক ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ঘটনাটি উত্তরপ্রদেশের বাঘপতের। তরুণীর ভাই পুলিশকে অভিযোগ করেছেন, ধানৌড়া সিলভারনগর গ্রামে একটি তেলের মিলে কাজ করতেন তার বোন। মিলের মালিক প্রমোদ, তার সঙ্গী রাজু ও সন্দীপ তরুণীর শ্লীলতাহানি করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর পরেই তরুণীকে ফুটন্ত তেলের কড়াইতে ঠেলে ফেলে দেয়া হয় বলে অভিযোগ।

নির্যাতিত তরুণী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি নিজ জবানবন্দিতে জানিয়েছেন, তাকে গরম তেলের কড়াইতে ঠেলে ফেলার আগে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে অভিযুক্তরা।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, তরুণীর শরীরের অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হাত-পা। ভাইয়ের অভিযোগের ভিত্তিতে প্রমোদ, সন্দীপ ও রাজুকে গ্রেপ্তার করে হত্যা চেষ্টার মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন