ভারতে পরিবারের পাঁচ সদস্যকে খুন করে আত্মঘাতী যুবক

আপডেট: মে ১১, ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নিজের মা, স্ত্রী এবং তিন সন্তানকে খুন করার অভিযোগ উঠল ৪২ বছরের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পালাপুর গ্রামে। অপেক্ষাকৃত শান্ত পরিবেশের এই গ্রামে এই ধরনের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, অনুরাগ সিং নামে ওই ব্যক্তি মদ্যপ এবং মাদকাসক্ত ছিলেন। তাঁর স্ত্রী এবং মা চেয়েছিলেন অনুরাগকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাতে।
এই আলোচনা থেকেই শনিবার গোলমাল বাঁধে। বচসা বাড়তেই নিজের মাকে গুলি করে খুন করেন অনুরাগ।

হাতুড়ির আঘাতে খুন করেন নিজের স্ত্রীকে। একে একে গুলি করে হত্যা করেন নিজের তিন সন্তানকেও। এরপর নিজে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতোমধ্যেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ