ভারতে পিকনিকের নৌকা ডুবে ১৬ জন নিহত

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ভারতের পশ্চিমাঞ্চলের একটি হ্রদে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নৌকাডুবির ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক। ওই নৌকায় তারা পিকনিক করছিলেন। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ভাদোদরা শহরের হারানি লেকে নৌকাটি ডুবে যায়। ভাদোদরার ফায়ার অফিসার জিতু পারমার জানান, প্রথমে ১১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রাখেন।

পরে এক শিক্ষকসহ আরো চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে নৌকায় ঠিক কতজন ছিল তা জানা যায়নি। কর্তৃপক্ষ।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version