ভারতে প্রতিটি বাড়িতে এবার বিনামূল্যে বিদ্যুৎ!

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


প্রতি ভারতীয়র জন্য অপেক্ষা করে রয়েছে বিশেষ সুখের দিন। দেশের প্রতিটি ঘরে কার্বন মুক্ত বিদ্যুৎ পৌঁছে দিতে যাওয়ার কাজ শুরু করেছে মোদি সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্ষ ঘর ফ্রি স্কিম। ২০২৭ সালের মধ্যে ভারতের ২৭ মিলিয়ন ঘরে এই প্রকল্পের বাস্তবায়ন হবে।

সংসদে ইতোমধ্যে এবিষয়ে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। ইতিমধ্যে ১ দশমিক ৪৫ লক্ষ আবেদন জমা পড়েছে। সমস্ত কাজ শেষ হলে মোট ৬ লক্ষ ৩৪ হাজার ঘরে চলবে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। এই এই প্রকল্পের জন্য মোট খরচ পড়বে ৭৫,০২১ কোটি টাকা। দেশের মোট ১ কোটি বাড়ির ছাদে বসানো হবে এই সৌর বিদ্যুৎ পরিষেবা। এই কাজে সরকার ভর্তুকি দেবে।

জানা গিয়েছে গুজরাটে সবথেকে বেশি সৌর বিদ্যুৎ প্যানেল বসানো হবে। সেখানে ২ লক্ষ ৮৬ হাজার ৫৪৫ জনের বাড়িতে এই প্রকল্প চালু করা হবে। এরপর রয়েছে মহারাষ্ট্রের নাম। সেখানে ১ লক্ষ ২৬ হাজার ৩৪৪ জনের বাড়িতে বসানো হবে এই প্যানেল। উত্তরপ্রদেশে বসানো হবে ৫৩ হাজার ৪২৩ টি প্যানেল। এই কাজ শেষ করতে এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কীভাবে আবেদন করবেন।

প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের নাম, রাজ্য নথিভুক্ত করতে হবে। কোথা থেকে আপনি বিদ্যুৎ পান সেটিও লিখতে হবে।
নিজের কনজিউমার নম্বরটি দিতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে।

নিজের মোবাইল নম্বর এবং কনজিউমার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে।
এরপর নিজের পূরণ করা ফর্মের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।
এরপর আপনার নামে পোর্টাল থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে।

নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বাতিল করা চেকের ছবি পোর্টালে আপলোড করতে হবে।
আগামী ৩০ দিনের জন্য প্রয়োজনীয় সাবসিটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version