বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পথে বেরিয়ে আর ঘরে ফেরেননি, এক মুহূর্তে বদলে গিয়েছে সব। কেউ যাচ্ছিলেন অফিসে, কেউ ছেলে বা মেয়েকে নিয়ে যাচ্ছিলেন অফিসে, মাঝ রাস্তায় দুর্ঘটনা। এই ঘটনা নিত্যদিনের। হাজার সতর্কতা অবলম্বনের কথা বলা হলেও, দুর্ঘটনার পরিমাণ কমেনি, উলটে বছর বছর বেড়ে চলেছে তা।
প্রতিদিন কেবল পথ দুর্ঘটনায় প্রাণ যায় ৪৬২ জনের, ২০২২ সালের পরিসংখ্যানের তথ্য তেমনটাই। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তথ্য, দেশে প্রতিদিন অন্তত ১,২৬৪টি সড়ক দুর্ঘটনা ঘটে।
ভারতে সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে পথ দুর্ঘটনায় যাঁদের মৃত্যুর ঘটনা ঘটে, তাদের মধ্যে বেশিরভাগের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। ২০২২ সালে দেশে এক বছরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১.৬৮ লক্ষ মানুষের। তাঁদের মধ্যে প্রায় ৪৭ হাজারের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে।
২০২২-এর তথ্য, দুর্ঘটনার নিরিখে কোন রাজ্য তালিকার শীর্ষে? শীর্ষে তামিলনাড়ু। ২০২২সালে ৬৪,১০৫টি দুর্ঘটনা ঘটেছিল সে রাজ্যে। আর পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশে সে বছর প্রাণ গিয়েছিল প্রায় ২৩ হাজার মানুষের।
সে বছর মধ্যপ্রদেশে ৫৪, ৪৩২টি পথ দুর্ঘটনা, কেরলে ৪৩,৯১০, উত্তরপ্রদেশে ৪১,৭৪৬টি পথদুর্ঘটনার ঘটনা ঘটে। তথ্য, ২০২১ থেকে ২০২২, এক বছরেই এক ধাক্কায় ১২ শতাংশ বেড়েছে পথ দুর্ঘটনার পরিমাণ।
তথ্যসূত্র: আজকালি অনলাইন