ভারতে শিশু মৃত্যু বেড়ে ৬৩, গাফিলতির অভিযোগে বরখাস্ত হাসপাতাল সুপার

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ দিনে ৬৩ শিশুর মৃত্যু। আর তাতেই নড়েচড়ে বসেছে সরকার। তরল অক্সিজেন সাপ্লাইয়ের অভাবেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি উত্তরপ্রদেশ সরকারের। যদিও, সেখানে গত কয়েকদিনে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই এনফ্যালাইটিসে আক্রান্ত।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও অক্সিজেন সরবরাহ সংস্থার মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। হাসপাতালের অভিযোগ, বিল বাকি থাকার জন্য আগে থেকে না জানিয়েই গত কয়েকদিন ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিন সংস্থাটি।  আর তার জেরেই এই সমস্যা দেখা দেয়। যদিও, ১০ তারিখ থেকে পরিস্থিতি খারাপের দিকে গড়াতে শুরু করলে শুক্রবার গভীর রাতে ৩০০টি সিলিন্ডার পাঠায় সংস্থাটি। এদিকে সংস্থার তরফে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তথ্যসূত্র: ২৪ঘণ্টাডটকম