রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর প্রদেশে। যাত্রীবাহী একটি অটোকে পিষে দিল ট্রাক। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দশজনের। আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌ জেলায়। বুধবার রোশনপুর গ্রামের কাছে বিলগ্রাম-মাধবগঞ্জ রোডে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে গিয়ে যাত্রীবাহী একটি অটোকে পিষে দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দশজনের।
মৃতদের মধ্যে ছ’জন মহিলা, তিনজন শিশু এবং একজন পুরুষ। আহত হয়েছেন আরও চারজন। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন, ব্যস্ত সড়কে বেপরোয়া গতিতে যাচ্ছিল ট্রাকটি। মোটরসাইকেলে ধাক্কা এড়াতে গিয়ে যাত্রীবাহী অটোটিকে পিষে দেয় ট্রাকটি। এর জেরেই ঘটে দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে, অটোটিতে ১৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর অটোতে যাত্রীদের রেখে পালিয়ে যান চালক। অটোটি আটক করার পর চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ভয়াবহ দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ও উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী।
তথ্যসূত্র: আজকাল অনলাইন