ভারতে সবচেয়ে বেশি লোক বিজ্ঞান মানে? গবেষণার ফলাফলে দারুণ চমক

আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


যত দিন যাচ্ছে বাড়ছে ধর্মভীড়ু মানুষের সংখ্যা। মানুষ সরে আসছে আধ্যাত্মিকতার পথে। কিন্তু বর্তমান গবেষণা বলছে সম্পূর্ণ অন্য কথা। ভারত একদম প্রথম সারিতেই আছে বিজ্ঞানের প্রতি আস্থা রাখার বিষয়ে। বিজ্ঞানের প্রতি গবেষণায় দ্বিতীয় স্থানে রয়েছে এই দেশ, ঠিক মিশরের পরেই।

বর্তমান দিনে বিজ্ঞানে মানুষের আস্থা কতোটা তা জানতে মোট ৬৮টি দেশের ওপর একটি সমীক্ষা করা হয়। তাতেই তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে বিজ্ঞানমনস্ক ভাবধারায় প্রথম সারিতে উঠে এসেছে ভারত। অস্ট্রেলিয়া রয়েছে পঞ্চম স্থানে এবং বাংলাদেশ রয়েছে ষষ্ঠ স্থানে। নিউজিল্যান্ড রয়েছে নবম স্থানে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আছে দ্বাদশ স্থানে।

প্রসঙ্গত, নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে বারবার প্রকাশিত হয়েছে বিজ্ঞানের প্রতি আস্থার সংকটের কথা। কিন্তু এবারের গবেষণার তথ্য সেই দাবি নস্যাৎ করে দিল। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখের প্রধান গবেষক ভিক্টোরিয়া কোলোনা জানিয়েছেন, এই গবেষণায় উঠে এসেছে, বেশিরভাগ মানুষেরই বিজ্ঞানীদের প্রতি আস্থা রয়েছে এবং তারা সমাজ এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।

তবে আরও একটি বিষয়ও উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, পশ্চিমা দেশগুলির ডানপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিযুক্ত লোকেরা বামপন্থী লোকেদের তুলনায় কম বিজ্ঞানমনস্ক।
এই গবেষণায় অংশগ্রহণকারীরা জনস্বাস্থ্যের উন্নতি, জ্বালানি সমস্যা সমাধান এবং দারিদ্র্য হ্রাস সম্পর্কিত গবেষণাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। যা বর্তমান দিনে যথেষ্ট আশাব্যঞ্জক।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version