মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ভারত থেকে আমদানীকৃত পণ্য প্রতারণার মাধ্যমে ট্রাকে ভূয়া নম্বরপ্লেট লাগিয়ে নিজেদের নাম পরিচয় গোপন করে আমদানীকৃত পণ্য আত্নসাতের অভিযোগে ৩ জনকে মেহেরপুর, গাজিপুর ও টাঙ্গাইল থেকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গত ৩ মে বিকেলে ছিনতাই হওয়া একটি ট্রাক ভারতীয় খৈলের কিছু অংশ, খৈল বিক্রির টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তবে এর ট্রাক চালক পলাতক রয়েছে।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জ থানায় এক প্রেস বিফিং এ এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: জাহাঙ্গীর আলম। আর এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।