মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ভারত থেকে পালিয়ে আসা এটিএম কার্ড জালিয়াতির আন্তর্জাতিক চক্রের এক সদস্যকে ঢাকায় গ্রেফতার করেছে ডিএমপি’র সিটিটিসি। বুধবার (১৯ জানুয়ারি) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
ফারুক হোসেন জানান, গ্রেফতার ব্যক্তি ভারতের পুলিশ হেফাজত থেকে পলাতক আন্তর্জাতিক এটিএম কার্ড ক্লোনিং স্ক্যামিং চক্রের সদস্য। সে বিভিন্ন দেশে এটিএম কার্ড ক্লোনিং করে অর্থ হাতিয়ে নেয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন