ভারত থেকে সোনামসজিদে বন্দরে এলো ৪০০ টন পেঁয়াজ

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুদিনে ৪০০ টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে। রোববার (১৭ ডিসেম্বর) ও সোমবার (১৮ ডিসেম্বর) ১৮টি ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত।

তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। গতকাল ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ১০টি ট্রাকে আরও ২০০ টন পেঁয়াজ এসেছে। সব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল। এর আগে ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশেই হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। এরপর চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়। এছাড়া পাবনার কিছু মুড়িকাটা পেঁয়াজ কৃষকেরা উঠালে বাজারে স্বস্তি মিলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ