বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
কলকাতা থেকে দীপঙ্কর দাসগুপ্ত
ভারতে নোট বাতিলের পরও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল নোট। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকেও। সোমবার ঘটনাগুলো ঘটেছে সীমান্ত লাগোয়া মালদহ ও মুর্শিদাবাদ জেলায়। মালদায় বাংলাদেশ সীমান্ত থেকে ৯২ হাজার জাল নোট উদ্ধার করেছে বিএসএফ। পুরো টাকাটা ছিল নতুন ২ হাজার টাকার নোটে। এই বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই রকমভাবে জালনোট সহ আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মুশিদাবাদ জেলা থেকে।
চোরাকারবারের মানচিত্রে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের স্থান প্রথম সারিতে। হেরোইন তৈরির কাঁচামাল পোস্ত চাষের সঙ্গে ইদানিং পাল্লা দিয়ে সীমান্তের ভূখণ্ডে ঢুকে পড়েছে জাল নোটও। পদ্মার বিস্তৃত চর আর কাটাতারবিহীন উন্মুক্ত সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে জাল নোটের কারবারিরা। বিএসএফ কর্তারা জানিয়েছেন, এই জেলার নিমতিতা, ধূলিয়ান ফেরিঘাট, শোভাপুর দিয়েই বাংলাদেশ থেকে চলে আসছে লক্ষ লক্ষ টাকার জাল নোট। সীমান্তের পুলিশও হাত গুটিয়ে বসে নেই। সম্প্রতি পুলিশের কাছেও বিভিন্ন নেটওয়ার্ক মারফত খবর আসছিল, যে কোনো সময় ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড়[ জাল নোটের কারকারি চক্রের লিঙ্ক মিলতে পারে। এরপরেই সন্দেহভাজনদের ফোনকল ট্যাপ করতে শুরু করে পুলিশ।
অবশেষে মিলেছে সাফল্য। সামশেরগঞ্জ থানায় নিমতিতা স্টেশনের বাইরে ততক্ষণে পৌঁছায় সাদা পোশাকের পুলিশ। অন্যদিকে পুলিশের চোখকে ফাঁকি দিতে জাল নোট কারবারিরা জাল নোট সঙ্গে নিয়ে যাত্রি বেশে হাজির হয়। কিন্তু শেষ রক্ষা হয় নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় ২১ বছরের ইসরাইল শেখ তার বাড়ি মালদহের কৈষ্ণবনগর থানার পারদেওয়ানপুর হিজলতলায়। ভারতীয় ২ হাজার টাকার ১৫০ টি নোট উদ্ধার হয়েছে। প্রায় ৬/৭ বছর ধরে ইসরাইল এই কারবারের সঙ্গে যুক্ত। তার কাছ থেকে আটক করা মোবাইল ও সিম থেকে বাংলাদেশের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।