ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে নাটোরের জয়ও, অমঙ্গল চিন্তায় কাঁদছেন মা

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া ২৩ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে নাটোরের জয়ও রয়েছেন। জয় মাহমুদ (২৪) নাটোরের বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

জানা যায়, জয় ২০২১ সালে জাহাজে চাকরিতে যোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে ছুটিতে বাড়িতে আসার পর তার প্রায় ৪ মাস হয়েছে জাহাজে যাওয়ার। মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯ টার দিকে এই খবর প্রচারিত হলে জয় মাহমুদদের বাড়িতে কাঁন্নার মাতম শুরু হয়। মা সহ তার বাড়ির সদস্যরা প্রায় সময় তার সাথে যোগাযোগ রাখতেন। ওইদিন মঙ্গলবার বিকেল ৪ টার সময়েও জয়ের সাথে কথা হয়েছে পরিবারের।

জয়ের চাচাতো ভাই মারুফ হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে জয়ের মা ও বাবা তার ছেলের সাথে শেষ বারের মত কথা বলেছেন। এসময় আমি নিজেও কথা বলি। জয় জলদস্যুদের কবলে পড়ার কথা জানালেও তার বাবা-মাকে বলেনি। সন্ধ্যা ৬:৩৯ মিনিটের সময় জয় তার হোয়াটস অ্যাপ গ্রুপে লিখে জানায়, এরপর আর তারা কথা বলতে পারবেন না। তাদের মেবাইল ফোন কেড়ে নেয়া হচ্ছে। এরপর আর কথা বলা যায়নি।
রাত ৯টার দিকে জয়ের পরিবার জেনেছেন জয় জলদস্যুদের কবলে পড়েছেন। এর পর থেকে পরিবারের সদস্য বিশেষ করে তার মা আরিফা বেগম ছেলের অমঙ্গলের আশংকায় কেঁেদ চলেছেন।

জয়ের পিতা জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে জানতে পেরেছেন তার ছেলে সহ জাহাজের সবাই জলদস্যুদের কবলে পড়েছে। তিনি সরকারের কাছে তার ছেলেসহ আটকেপড়াস্ক্রুদের সুস্থ ও জীবিত উদ্ধার করার আবেদন করেন।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমভি আব্দুল্লাহ জাহাজের যে ২৩ স্ক্রু জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন তার মধ্যে জয় মাহমুদের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিনিয়র অফিসাররা তার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার চেয়েছিলেন- তা সরবারাহ করা হয়েছে।