শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
ভারত সরকারের দেয়া উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ মে) বেলা ১২ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. রোজি আরা খাতুনের কাছে আইসিইউ অ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন, নাটোর-১ (সদর ও নলডাঙ্গা ) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়, স্বাচিব এর সভাপতি ও স্বাস্থ্য পরিবার পরিখল্পনা উপ-পরিচালক ডা. জাকির হোসেনসহ সদর হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরে সদর হাসপাতালের হলরুমে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটোর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।