ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে ছয় বছরের দাম্পত্য! বিবাহবার্ষিকীতে কেক কেটে উদযাপন

আপডেট: নভেম্বর ১০, ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আধুনিক যুগে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রুচি। ছকবাঁধা নিয়মের বাইরে জীবনযাপনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকে। বিয়ের ক্ষেত্রেও অন্যথা হচ্ছে না। কেউ নিজেকে বিয়ে করে সুখে থাকতে চাইছেন, কেউ বা খুঁজে নিচ্ছেন রোবট সঙ্গী। তেমনই ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে সংসার করছেন জাপানের এক যুবক। দেখতে দেখতে ছয় বছর সংসার করে ফেললেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪১ বছর বয়সি অকিহিকো কোন্ডো ২০১৮ সালে হাটসুন মিকুর সঙ্গে ভার্চুয়ালি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৪ নভেম্বর তাঁদের বিবাহবার্ষিকী ছিল। ছয় বছর কাল্পনিক স্ত্রীর সঙ্গে দাম্পত্য তাঁর।

বিবাহের ছয় বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেন কোন্ডো। মিকুর মূর্তি পাশে নিয়ে, কেকের ছবি শেয়ার করেছেন তিনি। কেকে লেখা ছিল, ‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ষষ্ঠ বিবাহবার্ষিকী।’

কোন্ডোর ছবি সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমকে কোন্ডো জানিয়েছেন, একাধিকবার তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চেয়েছেন। সাতবার প্রেমের কথা জানিয়েছেন পছন্দের মানুষদের। কিন্তু বারবার প্রত্যাখ্যান জুটেছে কপালে। এমনকী বন্ধুদের থেকেও ঠাট্টা, মশকরা জুটেছে। অবশেষে মিকুকে বিয়ের সিদ্ধান্ত নেন।

মিকু একটি অ্যানিমেশন চরিত্র। ২০০৭ সালে এটি প্রথমবার মুক্তি পায়। ভোকালয়েড হল এক ধরনের গানের ভয়েস সিন্থেসাইজার সফটওয়্যার। মিকুকে দেখেই ভালবেসে ফেলেছিলেন কোন্ডো। ছোট থেকেই অ্যানিমেটেড চরিত্র তাঁর পছন্দ।

যা ঘিরে সহকর্মীরাও মজা করতেন। চাকরিও ছেড়ে দিয়েছেন সেই কারণে। মিকুকে দেখেই পছন্দ হয়েছিল কোন্ডোর। কাল্পনিক স্ত্রীর সঙ্গে সংসার করে বর্তমানে বেজায় খুশি তিনি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ