রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
ভাষাসৈনিক অ্যাডভোকেট মহসীন প্রামাণিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত ভাষাসৈনিক অ্যাডভোকেট মহসীন প্রামাণিকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি লেখক প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রমাণিক এসব কথা বলেন।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ-সম্পাদক এ্যাড. মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, ভাষাসৈনিক অ্যাডভোকেট মহসীন প্রামাণিকের ছোটভাই বাসেত হোমেন প্রামাণিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বাংলাদেশ হিন্দু পরিষদ বিভাগীয় সাধারণ সম্পাদক মিঠু কুমার সাহা, স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু, রাকিবুল হাসান শুভ প্রমুখ।