ভিখারির সঙ্গে পালিয়ে যাননি যুবতী, ঘর ছাড়ার কারণ শুনে চমকে উঠল পুলিশ

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ভিখারির প্রেমে হাবুডুবু খেয়ে, স্বামী, ছয় সন্তান ছেড়ে যুবতী পালিয়ে গিয়েছিলেন বলে খবরটি রটে গিয়েছিল দেশজুড়ে। যোগীরাজ্যের এ ঘটনায় স্তম্ভিত সকলেই। থানায় যুবতীর স্বামী অভিযোগ জানিয়েছিলেন। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই আসল সত্যি প্রকাশ্যে এল। স্বামীর বিরুদ্ধে যুবতীর বিস্ফোরক অভিযোগ শুনে, রীতিমতো চমকে উঠল পুলিশ।

মঙ্গলবার থানায় গিয়ে রাজুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজেশ্বরী। পুলিশকে যুবতী জানিয়েছেন, তিনি ভিখারির সঙ্গে পালিয়ে যাননি। বরং বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। কারণ, বিয়ের পর থেকে স্বামী অত্যাচার করতেন।

নিত্যদিন মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। বহুবার পারিবারিক অশান্তির জেরে তাঁকে মারধরও করেছেন রাজু। নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে আচমকা পালিয়ে যান তিনি।

উত্তরপ্রদেশের হরদৌয়ের হরপালপুর এলাকার বাসিন্দা রাজু ও রাজেশ্বরী। তাঁদের ছয় সন্তান রয়েছে। ৩ জানুয়ারি আচমকা রাজেশ্বরী নিখোঁজ হয়ে যান। থানায় গিয়ে রাজু জানান, নানহে পণ্ডিত নামের এক ভিখারির সঙ্গে রাজেশ্বরী পালিয়ে গিয়েছেন।

বাড়িতে যা টাকা ছিল, সেসব নিয়েই পালিয়ে গিয়েছেন তিনি। ভিখারির সঙ্গে রাজেশ্বরীর প্রেমের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছেন রাজু। ভিখারির বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ জানিয়েছিলেন তিনি। এর ঠিক পরেরদিনই থানায় স্বামীর আসল রূপ প্রকাশ্যে আনলেন রাজেশ্বরী।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ