রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সভায় বক্তব্য দেন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল-রাসিক জনসংযোগ
আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। এ ক্যাম্পেইন সফল করতে গতকাল বুধবার পরিকল্পনা সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সকালে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা, স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক ডা. ইসমত আরা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম মনিরুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শামসুজ্জামান, রাসিক সচিব খন্দকার মাহাবুবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর সার্বিক তথ্য উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার দেওয়ান মো. মেহেদী হাসান। সভায় রাসিক কাউন্সিলরসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।
মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল একটি শিশুও যেন ক্যাম্পেইনের আওতার বাইরে না থাকে সে বিষয়ে অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহবান জানান। এনিয়ে সংশ্লিষ্টদের সর্তক থাকারও পরামর্শ দেন মেয়র। রাজশাহী নগরীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি এবং হেলদি সিটি গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহায়তাও চান বুলবুল।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড পালিত হবে। ওইদিন ৬-১১ মাস বয়সি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের আগের দিন রাসিক এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং ছাড়াও শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদে ঘোষণা দেয়া হবে। অভিভাবকদের শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য দফতর।