মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবলী মোকতাদির
জল প্রকরণ, সিন্ধুতীর, এনেছে নাবিক কাছে
তার প্রথাগত নাম আজও ইস্পাত রঙে ঢাকা
গোত্র, পরিবাদ সীমাহীন উচ্চাবচ হয়ে আছে
কিছুটা প্রগাঢ়, আয়তনে উঠে আসো চাকা।
একদা শৃঙ্খলে ছিলো, গূঢ় প্রতিক্ষণ শিল্পকলা
এসিড বর্ষণে তীক্ষè করোটি করেছে ভেদ ফলা
দুধারে ইস্টক তুলসীচূর্ণ ধ্রবস্বীয় কারুমন
পরচ্ছিদ্রে প্রতিভা সিঁদুর দ্যাখে প্রাচীন পিস্টন।
আমাদের গৃহে নিয়ত প্রকর্ষ ঘোরে ইন্দ্রীভূত
সোপান শিলার গন্ধে এসেছিলো পুরুষ তথাপি
যন্ত্রভয় এখনো কাটেনি, শিশুদের তা¤্রলিপি
ডাকে, তুলে আন প্রোফিল, সোনালি সুতো।
মানুষ মৃত্তিকা টানে স্নান অস্বামিক জৈব হাড়
করেছে কবন্ধ যাত্রা, চুল্লিতে সুস্বাদু ভিনিগার।