শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ভিয়েতনাম পুলিশ অবৈধভাবে ঋণ অনুমোদন করায় দেশটির সাবেক সাত ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে। এ ঋণের কারণে ওই ব্যাংকের ২ কোটি ১০ লাখ ডলারের ক্ষতি হয়। এটি দেশটির আর্থিক খাতের সর্বশেষ কেলেংকারির ঘটনা।
বুধবার রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র তই ত্রি জানায়, মঙ্গলবার রাতে দুর্নীতি দমন পুলিশের হাতে গ্রেফতার হওয়া কর্মকর্তাদের মধ্যে ট্রাস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান হোয়ং ভ্যান তোয়ান ও সিইও ট্রান সন ন্যাম রয়েছেন।
সংবাদপত্রের খবরে বলা হয়, তাদের ব্যবস্থাপনায় ব্যাংক দু’টি ঋণ অনুমোদন করে। এতে ব্যাংকের ২ কোটি ১০ লাখ ডলারের ক্ষতি হয়।
এসব কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর এ ব্যাংক ২০১৩ সালে তাদের নাম পরিবর্তন করে ভিয়েতনাম কনস্ট্রাকশন ব্যাংক করা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বড় ধরনের জালিয়াতির দায়ে ৩৬ ব্যাংক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়।- বাসস