ভুটানে স্বর্ণসহ ছয় পদক তায়কোয়ানদো দলের

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক
ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্লাব তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে ১টি স্বর্ণসহ ৬টি পদক পেয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ২২ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত চার জাতির এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্সআপ স্বাগতিক ভুটান।
বাংলাদেশের সাদ আলি সিদ্দিকী +৭৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক পান। ফিরিয়ানা কোরাইশী -৬০ কেজিতে রৌপ্য, উসমা রিয়াজ রামিসা -৫৬ কেজিতে রৌপ্য, লাবিবা ফাইরাজ হাসান -৪৮ কেজিতে রৌপ্য পদক পান।
এছাড়া অভ্র মোস্তাফা হাসান -৬৮ কেজিতে তাম্র, আরাফাত আহমেদ +৭৮ কেজিতে তাম্র পদক পেয়েছেন। বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন সুষ্মিতা ইসলাম ও ইমতিয়াজ ইবনে আলি।