ভেড়ামারা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গি দুই দিনের রিমান্ডে

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৯ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরে তিন নারী জঙ্গিকে আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা-সোনার দেশ

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গি সদস্যকে দুই দিন করে রিমান্ড দিয়েছে নাটোরের আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক শামসুল আল আমীন শুনানি শেষে তিনজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই জানান, কুষ্টিয়ার ভেড়ামারার একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারকৃত মাহমুদা খাতুন সুমাইয়া, ডালিয়ারা খাতুন কলি, জাহানারা আখতার তিথির বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিস্ফোরক দ্রব্য আইনে নাটোরের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক শামসুল আল আমীন শুনানি শেষে তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার থেকে তাদের রিমান্ড শুরু হবে। রিমান্ড শেষে তাদের পুনরায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুনরায় আদালতের কাছে তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ