ভেড়ার খামার পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


ভেড়ার খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা-সোনার দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চকরুস্তম গ্রামের খাবির আলীর ব্যক্তি উদ্দ্যোগে গড়ে তোলা উন্নত জাতের ভেড়ার (গাড়ল) খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
গতকাল বৃহস্পতিবার এ খামার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ গবেষণা ইন্সিটিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন নাহার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সিটিটিউটের প্রকল্প পরিচালক (ভেড়া) হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রেজাউল ইসলাম, কৃত্রিম প্রজনন বিভাগের সহকারী পরিচালক ড.ইসমাইল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনন্দ্র কুমার অধিকারি, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামালসহ প্রাণি ও মৎস্য সম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ।