শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সেমিনারে বক্তারা বলেছেন, ভোক্তা অধিকার সম্পর্কে সবাইকে সচেতন প্রয়োজন। অবৈধ্য প্রক্রিয়ায় খাদ্যসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাতকরণ বন্ধ করতে হবে। জেনে শুনে ভেজাল মিশ্রিত পণ্য বিক্রয়, ক্ষতিকর নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ, পণ্যের নকল প্রস্তুত, অবহেলা ও দায়িত্বহীনতায় জীবনহানি ঘটতে পারে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বাঙালিদের ডিজিটাল ও মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। ভোক্তা অধিকার আইন সম্পর্কে ক্রেতা-বিক্রেতাদের অবহিতকরণ প্রচারণা বাড়াতে হবে। কনজুমার অ্যাসোসিয়েশনকে পণ্যের গুণগতমান পর্যবেক্ষণে রাখতে হবে। এছাড়া বক্তারা প্রান্তিক পর্যায়ের জনগণকে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও ক্যাব’র উদ্যোগে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দীন আহমেদ, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. আশিস কুমার সাহা, বিএসটিআই’র আঞ্চলিক কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক খাইরুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি ও কনজুমারস্্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাজশাহীর সিভিল সার্জন সঞ্চিত কুমার সাহা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান-আল-মারুফ, নগর পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি সদর) ইফতে খায়ের আলম, ব্যবসায়ী নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের নের্তৃবৃন্দ।