ভোটারদের রায় উন্নয়নের প্রতীক নৌকায় আসবে : গণসংযোগে আব্দুল ওদুদ

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


আর মাত্র ২দিন পরেই ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপনির্বাচন। আর নির্বাচনকে ঘিরে দু’টি আসনে চলছে শেষ মুহুর্তে প্রার্থীদর ব্যাপক প্রচার প্রচারনা, পুরো এলাকা জুড়ে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন, নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাঃ. জিয়াউর রহমান, মাথল প্রতীকের আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিএনএফ’র টেলিভিশন প্রতীকের মোঃ নবিউল ইসলাম, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মোঃ গোলাম মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের মোহাম্মদ আলী সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী গত পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী হয়ে বহিস্কৃত সাবেক যুবলীগ নেতা আপেল প্রতীকের সামিউল হক লিটন ও বিএনএফ’র কামরুজ্জামান খাঁন টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করছেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী সমীকরন পাল্টাতে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী আব্দুল ওদুদ দলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের কাছে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন। গত শনিবার রাতে পৌর এলাকার আজাইপুর, আরামবাগসহ এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কূশলবিনিময় করেন। এসময় পথসভায় ভোটারদের উদ্যোশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, তা আপনারা জানতে ও বুঝতে পারছেন। সরকার আমনুরায় রেলবন্দর স্থাপনের জন্য প্রক্রিয়া শুরু করেছে। এখানে বাইপাস রেললাইন হয়েছে। ১’শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে জাতীয় গ্রীডের সংযুক্ত হয়েছে। যদিও সময় সময় বিদ্যুত যাচ্ছে, এটি সাময়িক সমস্যা, সেটিও আর থাকবে না। বিগত সময়ে ৪টি বছর যিনি এমপি ছিলেন, তিনি কি উন্নয়ন করেছেন তা আপনারা উপলব্ধি করতে পারছেন। তিনি জনগণের ভোট নিয়ে শুধু মহান সংসদে গলাবাজি করেছিলেন। এ অঞ্চলের উন্নয়ন স্তিমিত হয়ে গিয়েছে। আর তিনি এ অঞ্চলের উন্নয়নের অংশিদারত্বকে পিছিয়ে দিয়েছেন। সেখান থেকে জনগণ উত্তরণের পথ খুঁজে এবার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিবেন। সে ভূলটি আর করবেন না। তিনি আরো বলেন, আপনারা ভোট দিয়ে বিজয়ী করালে উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই কাজগুলো অতি দ্রুত করা হবে। নৌকার প্রার্থী আব্দুল ওদুদ আরো বলেন, দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। এদিকে দলের প্রতিটি নেতাকর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র দিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও পুরুষ সমর্থকরা মহল্লায় মহল্লায় ভোটারদের কাছে ভোট চাইছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের সামিউল হক লিটন তার সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। তিনিও ভোট পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বিএনএফ’র প্রার্থী টেলিভিশন প্রতীকের কামরুজ্জামান খাঁনের প্রচারণা তেমন নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ