ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দায়িত্ব কমিশনের: রাশেদা সুলতানা

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :


নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, আর তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের নির্বাচন কমিশনের।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, আমরা ১২শো নির্বাচন করেছি। এরজন্য প্রতিকারের যে ব্যবস্থা আমরা নেয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না- কাজও করি, কাজে বিশ্বাসী। কথা ও কাজ আমাদের এক।

আরেক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

ভোট আপনার নাগরিক অধিকার। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা বজায় থাকবে এবং আরও উন্নত হবে। আপনি নির্ভয়ে আসুন। ভোটাধিকার সুরক্ষা ও নিশ্চিত করতে আমরা আইন করেছি। কেউ বাধা দিলে, হুমকি দিলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনলে অবশ্যই তারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ