রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
২০২৪ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি হল নাগ অশ্বিনের পরিচালনায় “কল্কি ২৮৯৮ এডি”। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন ! ২০২৪ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কয়েকদিন আগে, ছবির একটি নতুন পোস্টার মুক্তি পায়। তার পরেই, নেটিজেনরা এটিকে হলিউড ছবি “ডুন”এর সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। যেটিতে জেন্ডায়া এবং টিমোথি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এখন শোনা যাচ্ছে, ছবির মুক্তিও নাকি পিছিয়ে যাবে ভোটের কারণে।
সম্প্রতি, হায়দ্রাবাদের ভিএফএক্স সামিটে এই সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক নাগ বলেন, “পোস্টারে বালি রয়েছে, সেই কারণেই অনেকেই এটিকে ডুনের সঙ্গে তুলনা করছেন।” এর আগে, নাগ প্রকাশ করেছিলেন যে “কল্কি ২৮৯৮ এডি” মহাভারতের সঙ্গে যুক্ত। “আমাদের চলচ্চিত্রটি মহাভারতে শুরু হয় এবং এটি ২৮৯৮ সালে শেষ হয়। ৬০০০ বছরের সময়কাল এই ছবিতে তুলে ধরা হয়েছে। চিত্রনাট্য জুড়ে তাই হাজারও কাল্পনিক ঘটনার ভিড়।
তবে পোস্টার টুকে তৈরি হয়েছে, এমনটা মনে করছেন অনেকেই। সেখানে নাগের যুক্তি মেনে নিতে পারছেন না সমালোচকরা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন