ভোট চাইলেন, মেঝেতে বসে ভাত খেলেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


ভোট চাইতে গিয়ে এক নারীর সাথে মেঝেতে বসে ভাত খেলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নৌকার প্রার্থী শাহরিয়ার আলম এমপি। ভাত খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে শাহরিয়ার আলমের রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম লিখেছেন, আজকের মধ্যাহ্নভোজ! সাধারণে অসাধারণ, তিনি মোহাম্মদ শাহরিয়ার আলম।

প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাড়ি বাড়ি গিয়ে তার ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তার নির্বাচনি এলাকা ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামের এক নারীর সাথে মেঝেতে বসে দুপুরের ভাত খেলেন। ভাত খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। এতে তুষার রহমান লিখেছেন, লিডার তো এমনি হওয়া উচিত। সাধারণ মানুষের নেতা। জয় বাংলা জিতবে এবার নৌকা। নাজমুল সরকার নামের আরেক ব্যক্তি লিখেছেন ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।
এছাড়া এ আসনে আরো যারা প্রার্থী হয়েছেন সাবেক সংসদ-সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি) , ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল),জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version