ভোলাহাটে অটো মালিক সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ


ভোলাহাট প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অটো মালিক সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিনোদন স্পট সোনামসজিদ রংধনু পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভোলাহাটে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ এর সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমাণু বিজ্ঞানী মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা অটো মালিক সমিতির সভাপতি মিলন আলী, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ডালিম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক অটো মালিকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ