শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৩ আওতায় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় শনিবার সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান ও ৩ নম্বর দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু।
সাংবাদিক বিএম রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, জেলা ক্রীড়া অফিসের প্রধান সহকারী জোহরুল হক জনি প্রমুখ।
এই অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোট ১৮টি ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।