ভোলাহাটে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১:৩৩ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


ভোলাহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,  গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে উপজেলার পোল্লাডাংগা নতুন হাজীপাড়া মোড়ে বজরাটেক পিরানচক গ্রামের বুলু মিয়ার ছেলে রিপন(২২) ও রাধানগর কলোনীর সাইদুরের ছেলে আবুল কালামকে(২১) ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ