মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ভোলাহাট প্রতিনিধি
ভোলাহাটে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা সন্ন্যাসিতলা মেডিকেল মোড়ের দলীয় কার্যালয়ে গত শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি প্রভাষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, যুগ্মসম্পাদক রেজাউল করিম বাবলু। এ ছাড়াও উপজেলা যুবলীগের নেতাকর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সকলকে একযোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ করার আহবান জানান। সেই সাথে আগামী ১০ জানুয়ারি উপজেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে কাউন্সিলারদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেন।