ভোলাহাটে গুরুত্বপূর্ণ রাস্তার ওপরের বাজার সরানোর দাবি

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি



ভোলাহাট উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ রাস্তা উপজেলা খাদ্য গুদামের দক্ষিণ-পশ্চিম প্রাচীর সংলগ্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠা বাজারের কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় প্রকৃতস্থানে স্থান্তরিত করার দাবি জানিয়েছেন এলাকার সকল পেশাজীবিরা।
স্থানীয় সাংসদ গোলাম মোস্তাফা বিশ্বাস বরাবর এলাকার অর্ধ সহস্রাধীক বিভিন্ন পেশাজীবিরা লিখিতভাবে রাস্তার উপর অবৈধভাবে বসা বাজার উঠিয়ে প্রকৃত স্থানে বাজার বসানোর দাবি জানিয়েছেন। আবেদনের বিবরণে জানা গেছে, ভোলাহাট খাদ্য গুদামের পূর্ব প্রাচীর সংলগ্ন বাজারটিই মূলত ভোলাহাট পুরাতন বাসস্ট্যান্ড বাজার। কিন্তু বাজারটি সেখানে কিছু দিন থাকার পর  খাদ্য গুদামের দক্ষিণ-পশ্চিম প্রাচীর সংলগ্ন  জনগুরুত্ব পূর্ণ ত্রি-মোহনী রাস্তায় অবৈধ দোকান বসানোর ফলে বিভিন্ন প্রকার যানবাহন, বাস, ট্রাক,  মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিকশা ও পথচারিদের পড়তে হয় দুর্ঘটনায়। আম মৌসুমে আম ফাউন্ডেশন ত্রি-মোহনী রাস্তা সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালবাহি ট্রাকের সাথে অন্যান্য যানবাহন ও পথচারীদের সাথে হরহামেশা দুর্ঘটনা ঘটে। আবেদনে তারা আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে অবৈধ বাজার বসানোর ক্ষেত্রে স্থানীয় কিছু প্রভাবশালি ব্যক্তি জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা না করে অবৈধ বাজার বসানোতে উৎসাহীত করছেন বলে একাধীক সূত্র নিশ্চিত করেছেন। আবেদনে তারা, রাস্তার উপর থেকে অবৈধ বাজার সরিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর দাবী করেছেন। এ ব্যাপারে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ বলেন, ত্রি-মোহনী রাস্তার দু’পাশ দিয়ে গড়ে উঠা বাজারের কারণে প্রতিদিনই ঘটছে ছোটখাটো  দুর্ঘটনা। তিনি আরো বলেন, বাজারটি এখান থেকে না সরানো হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি, এলাকাবাসির রাস্তায় বসা অবৈধ বাজারটি সরিয়ে নির্ধারীত স্থানে বাজার বসানোর দাবীর সাথে একমত প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ