শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ভোলাহাট প্রতিনিধি
আগামী ২৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. আফসার আলী তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এখন জেলা পরিষদ নির্বাচনে মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।
৫ জনের মধ্যে বিদ্রোহী প্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান তোতা বুধবার ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কুশলাদি বিনিময় এবং তার চশমা প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন। বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেল মোড়ে তিনি স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক আফরাজুল হক বাবু, সাবেক ছাত্রলীগের সহসভাপতি সেলিম রেজা, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মবিনুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।