ভোলাহাটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে আগাম মতবিনিময় সভা

আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১:২৭ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


ভোলাহাটে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভায় অংশগ্রহণকারীরা-সোনার দেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলাহাট উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা গতকাল বুধবার মেডিকেল মোড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আগামী নির্বাচনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবদুুস সামাদ। এ সময় অন্যান মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরউদ্দন মুন্টু, সাবেক জেলে মুক্তিযোদ্ধা সংসদ নেতা একরাম হোসেন, সাবেক ভোলাহাট ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সোনা, মুক্তিযোদ্ধা মেশের আলী, গিয়াস উদ্দিন, তৈয়মুর রহমান, আরজেদ আলী ও সান্টুসহ অন্যরা। পরে ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মতি সিদ্ধান্ত নিয়ে সামাদ প্যানেলে তৈমুর রহমান ও গিয়াস উদ্দিনকে অর্ন্তভূক্ত করার ঘোষণা প্রদান করা হয়।