ভোলাহাটে দিনমুজুরের ছেলে মোমিনুল জিপিএ-৫ পেয়েছে

আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১২:৫৫ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


ভোলাহাটে ফার্মেসিতে কাজ করেও মোমিনুল জিপিএ-৫ পেয়েছে-সোনার দেশ

ভোলাহাটের ৫টি কলেজে একটিমাত্র জিপিএ-৫। আর সেটি পেয়েছে ধরমপুর গ্রামের দিনমুজুর বাবা রিয়াজুদ্দিন ও মা ফাতেমা বেগমের ছেলে মোমিনুল ইসলাম। ভোলাহাট উপজেলার পাঁচটি কলেজের মধ্যে একটি জিপিএ-৫ পেয়েছে মোহবুল্লাহ কলেজ। আর এ কলেজের ছাত্র মোমিনুল।
সে চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। দিন আনা দিন খাওয়া দরিদ্র পিতা-মাতার সংসারে মোমিনুল যখন ৪র্থ শ্রেণির ছাত্র তখন পড়া-লেখা বন্ধ হয়ে যায় তার। ওই সময় উপজেলা উত্তর গেটের পল্লি চিকিৎসক আবদুুস সামাদ টুটুলের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এসময় পল্লি চিকিৎসক টুটুল মোমিনুলকে তার ফার্মেসিতে রেখে পড়ালেখা চালিয়ে যাওয়ার সহায়তা করেন। সে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেছে। মোমিনুল অন্যের ফার্মেসিতে থেকে ভালো ফলাফল করে উচ্চশিক্ষা অজর্ন করে কর্মস্থানের মাধ্যমে দরিদ্র প্যারালাইজড বাবার অবলম্বন হতে চায়। সে সকলের দোয়া প্রার্থনা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ