ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

আপডেট: জুলাই ২১, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় অনুষ্ঠানে অতিথিগণ-সোনার দেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খালেআলমপুর দারুস-সন্নাহ আলিম মাদ্রাসা ও কারিগরি কলেজ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সভাপতি হাসান আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন দূপ্রক সদস্য ইখতিয়ার হোসেন, প্রভাষক সাইদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, আবদুুল ওয়াহাব, শিউলি খাতুন ও সিনিয়র সাংবাদিক এমএসআই শরীফ। মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূপ্রক সদস্য আবদুল কাদির মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক শাহজাহান আলী, ছাত্রদের মধ্যে সততা সংঘের নতুন সভাপতি-সম্পাদক সমির আলী, গোলাম কবির ও মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ