শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ভোলাহাট প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘রঙ্গিন পৃথিবী রঙ্গিন আলো সকল নারী থাকুক ভালো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সহকারী মহিলা বিষয়ক আঞ্জুয়ারা খাতুন, সহকারী শিক্ষক সেলিমরেজাসহ স্থানীয় বিভিন্নস্তরের নারী ও স্কুলের ছাত্রীরা।