ভোলাহাটে নৌকায় ভোট প্রার্থনা সাংসদ মনোনয়ন প্রত্যাশী কাদেরের

আপডেট: আগস্ট ৫, ২০১৭, ১২:৪৪ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক দিক তুলে ধরে গতকাল শুক্রবার ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আগামী সংসদ নির্বাচেন মনোনয়ন প্রত্যাশি নাচোল উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুুল কাদের।
তিনি সকাল ১০টায় গণসংযোগ শুরু করেন ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায়। প্রথমে তিনি উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাব বাজার থেকে শুরু করে পীরগাছী বাজার, কাউন্সিল বাজার, মুশরীভূজা বাজার, আলীমোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, পোল্লাডাংগা মাদরাসা বাজার, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, বীরশ্বরপুর, সুরানপুর বাজার, ফুটানী বাজার, সাঠিয়ার বাজার, বজরাটেক মুন্সিগঞ্জ বাজার, গোহালবাড়ী কাউন্সিল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বিকেল ৫টায় মেডিকেল মোড়ে পথসভায় বক্তব্য দেন আবদুল কাদের। এসময় তিনি সরকারের বিভিন্ন দিক তুলে ধরে নৌকায় ভোট দেয়ার আহবান জানান এবং সকল নেতাকর্মী সর্মথকদের এক সাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন, নৌকা প্রতীকে তিনি সাংসদ মনোনয়ন প্রত্যাশি তবে তিনি ছাড়া অন্য কেউ নৌকা নিয়ে আসলে তার হয়েই নির্বাচনি মাঠে লড়বেন।