ভোলাহাটে ভোটার বাড়লো এক হাজার ৯৩৩ জন

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


ভোটার হালনাগ কর্মসূচিতে ভোলাহাটে ভোট বেড়েছে এক হাজার ৯৩৩ জন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার হালনাগাগ করতে উপজেলায মোট ৯ জন সুপারভাইজা ও ৪৫ জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ১ হাজার ৯শ ৩৩জন বাদ পড়া ভোটার ভোটার হিসেবে অর্ন্তভূক্ত হয়েছে এবং মৃত ভোটার মোট ১ হাজার ৫শ ৫৬জন বাদ পড়েছে। ভোলাহাটে বর্তমান ভোটার সংখ্যা ৭২ হাজার ৭শ ৩৭ এবং নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে ১হাজার ৯শ ৩৩জন সর্বমোট ভোটার ৭৪ হাজার ৬শ ৭০জন। উপজেলায় মোট ৪টি ইউনিয়নের মধ্যে ভোলাহাট ইউনিয়নে ৩শ ৯১, গোহালবাড়ী ৩শ ৬৪, দলদলী ৬শ ৬৫ এবং জামবাড়ীয়া ইউপিতে ৫শ ১৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছে। এদিকে নতুন ভোটারদের ৪টি ইউনিয়নে গিয়ে পৃথক ভাবে ২০ থেকে ২৮ আগস্টের মধ্যে ৪দিনে ছবি তোলা হবে এবং যারা বাদ পড়বে তাদের এ তারিখের মধ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে ছবি তোলা হবে বলে নির্বাচন অফিস জানিয়েছে।