সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ভোলাহাট প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভোলাহাট সাংগঠনিক অফিসের উদ্দ্যোগে মরনোত্তর বিমা দাবির চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় মোহবুল্লাহ কলেজ মিলনায়তনে এ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিবগঞ্জ জোনাল অফিসের জেডিপি অ্যান্ড ইনচার্জ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ইডিপি অ্যান্ড ইনচার্জ মুহা. আবদুল হান্নান, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সার্ভিস সেন্টার জেএসডিপি অ্যান্ড ইনচার্জ ডা. মো. সাধন মিঞা। উপজেলার পোল্লাডাঙ্গা কাশ্মিরপাড়া গ্রামের মৃত জোবদুল হকের ছেলে সম্প্রতি মারা গেলে নোমিনী তার স্ত্রী মোসা. ফিরোজা বেগমের হাতে মরনোত্তর বিমা দাবির ১ লাখ ২৭ হাজার ৮৯৯ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।