ভোলাহাটে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এক ব্যক্তির আত্মসমর্পণ

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৭ অপরাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি


ভোলাহাটে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণকারী নুর আলম ও থানার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যরা-সোনার দেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এক ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নুর আলম স্বাভাবিক জীবনে ফিরতে থানায় হাজির হন।
নুর আলমের বাড়ি উপজেলার বজরাটেক স্কুলপাড়ার মৃত আলাউদ্দীনের ছেলে। তার কাছে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, মাদকের ছোবলে যুব সমাজ ধংস, বেশ কিছু পরিবারে জ্বলছে আগুন এবং তিনি নিজেও অশান্তিতে থাকেন। এছাড়া অনেক দিন পূর্বে মাদক ব্যবসা ছেড়ে দিলেও সমাজের মানুষ তাকে ঘৃণা করেন মাদক ব্যবসায়ী হিসেবে। সমাজের নি¤্ন শ্রেণির মানুষ হিসেবে বেঁচে থাকতে হয়। ফলে এ জঘন্য ব্যবসা ছেড়ে বৈধ্য কৃষি কাজসহ অন্যান্য কাজ করে পরিবার নিয়ে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি ভোলাহাট উপজেলার অন্যান্য মাদক ব্যবসায়ীদের মরণ নেশার ব্যবসা ছেড়ে সমাজকে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানান।